করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমপক্ষে ১১ হাজার ৩১০: জন হপকিন্স বিশ্ববিদ্যালয় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৭২ হাজারের বেশি: জন হপকিন্স বিশ্ববিদ্যালয় দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার: আইএসপিআর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কার্যালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত: পেন্সের মুখপাত্র

Wellcome to our Top news 24hours family 2020

KHULNA বুধবার, 02 জুলাই 2020, 18 আষাঢ় 1427, 10 জিলকদ 1441 হেরে যাওয়া সেই ম্যাচই কোহলির জন্য ‘মাইলফলক’

3 Ads

হেরে যাওয়া সেই ম্যাচই কোহলির জন্য ‘মাইলফলক’

২০১৪ সালে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন বিরাট কোহলি। ছবি: টুইটার।২০১৪ সালে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন বিরাট কোহলি। ছবি: টুইটার।ক্যারিয়ারের প্রথমবার টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন ২০১৪ সালে। অ্যাডিলেডে ডিসেম্বরে বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই শুরু হয়েছিল বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্বের চ্যালেঞ্জ। কোহলির অধিনায়কত্বে ভারতের টেস্ট দল উঠে এসেছে আইসিসি র‌্যাঙ্কিং শীর্ষে। নিজের অধিনায়কত্বের প্রথম টেস্ট রাঙাতে পারেননি কোহলি, ভারত হেরেছিল ৪৮ রানে। কিন্তু ওই মাইলফলকের টেস্ট তাকে অনেক কিছু শিখিয়েছে।

কাল ওই টেস্টের বেশ কিছু ছবি টুইট করেছেন কোহলি। আর সেই ছবির নিচে লিখেছেন, ‘টেস্ট দল হিসেবে আমরা আজ যে জায়গায় পৌঁছেছি সেখানে যাওয়ার জন্য ওই টেস্ট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ কিছু ছিল। অ্যাডিলেডে ২০১৪ সালের ওই ম্যাচটা দুই দলের জন্যই ছিল আবেগে ঠাসা এক ম্যাচ। দর্শকদের দেখার জন্যও উপভোগ্য এক ম্যাচ ছিল ওটা। যদিও আমরা শেষ পর্যন্ত খুব কাছে গিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কিন্তু ওই হার থেকে আমরা অনেক কিছু শিখেছিলাম।’

কোহলি আরও যোগ করেন , ‘যদি আমরা কোনো কাজ মনোযোগ দিয়ে করি তাহলে সবকিছু সম্ভব। কারণ আমরা কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যেটা খুবই কঠিন ছিল। কিন্তু সেটা প্রায় করেই ফেলেছিলাম। আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। টেস্ট দল হিসেবে আমাদের চলার পথে সেটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ করেন ১৬২ রান। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ১৪৫ ও মাইকেল ক্লার্ক করেন ১২৮ রান। জবাবে ভারত অলআউট হওয়ার আগে তোলে ৪৪৪ রান। কোহলি করেছিলেন ১১৫ রান। নাথান লায়ন নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আরেকটি সেঞ্চুরি করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯০ রান তোলার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনার মুরালি বিজয় ৯৯ রানে আউট হয়ে যান। কোহলি করেন ১৪১ রান। কিন্তু অন্যরা মোটেও ভালো ব্যাট করতে পারেনি। লায়ন দ্বিতীয় ইনিংসে নেন সাত উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে লায়নের হাতে।

Post a Comment

0 Comments