বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেসাস। ছবি: রয়টার্সকোভিড-১৯ এর উৎস সম্পর্কে আরও ভালোভাবে জানতে চীনে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার প্রথমবারের মতো চীনে নিজেদের প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটির প্রধান এ সম্পর্কিত বিবৃতিতে বলেন, ‘ভাইরাসের উৎস সম্পর্কে জানাটা খুব, খুব গুরুত্বপূর্ণ। সংক্রমণ শুরুর বিষয়সহ ভাইরাসটি সম্পর্কে যখন সবকিছু জানা যাবে, তখনই এটি নিয়ে কাজ করাটা সম্ভব হবে। আগামী সপ্তাহেই এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চীনে একটি দল পাঠাব আমরা।’
তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘এই পরিদর্শনের মাধ্যমে আমরা ভাইরাসটি কীভাবে (সংক্রমণ) শুরু হয়েছিল তা জানার পাশাপাশি এ বিষয়ে আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি কেমন হওয়া উচিত, সে সম্পর্কেও ভালো ধারণা পাব বলে আশা করি।’
0 Comments